চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি সূত্রে জানা গেছে, আগামী সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে বলেন, "ভাটারা থানায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে তাকে বিদেশযাত্রার সময় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।"
পুলিশ সূত্রে জানা যায়, গত এপ্রিলে ভুক্তভোগী এনামুল হক নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা নথিভুক্ত করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি তালিকায় রাখা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জোগান দিয়েছেন।
ভাটারা থানার তদন্ত কর্মকর্তা সুজন হক বলেন, "ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকের বিষয়ে আমাদের জানায়। পরে তাকে থানার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত থানা পুলিশই করছে।"
নুসরাত ফারিয়ার কর্মজীবন
নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে তিনি টেলিভিশন উপস্থাপনায় আসেন এবং পরবর্তীতে নাটকে অভিনয় শুরু করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র আশিকী দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর তিনি দুই বাংলায় প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ ঈদে তার অভিনীত চলচ্চিত্র জিন-৩ মুক্তি পেয়েছে।
এই ঘটনায় নুসরাত ফারিয়ার আইনজীবী বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
0 $type={blogger}: