চাকরির খবর

চাকরির খবর

Native News

Sunday, May 18, 2025

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা: গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তর

SHARE

 


আন্তর্জাতিক ডেস্কঃ  ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকার ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে প্রায় ১০ লাখকে লিবিয়ায় স্থায়ীভাবে পুনর্বাসনের পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরাইলকে এই বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


শনিবার (১৬ মে) প্রকাশিত এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরপরই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে লিবিয়ার সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। আলোচনা চলমান রয়েছে এবং তহবিল প্রদান, বিনামূল্যে আবাসন ও শিক্ষাবৃত্তির মতো প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ 


আমি প্রতিদিন $35 ইনকাম করি CPA Marketing করে | সঠিক উপায় জানুন



এনবিসি নিউজ দাবি করেছে, লিবিয়ার সঙ্গে এই আলোচনা এখনো সক্রিয় রয়েছে। সূত্রমতে, ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে লিবিয়াকে যুক্তরাষ্ট্রের জমে থাকা কোটি কোটি ডলারের তহবিল ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি এবং ইসরাইলকে সর্বশেষ তথ্য জানানো হচ্ছে।


এদিকে, হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম এই খবরকে "গুজব" বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেন, হামাস এই পরিকল্পনা সম্পর্কে কিছু জানে না। নাইম বলেন, "ফিলিস্তিনিরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদের।" তিনি আরও যোগ করেন, "যদি এমন কোনো পরিকল্পনা থেকে থাকে, আমরা এর তীব্র নিন্দা জানাই।"

এই প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

SHARE

Author: verified_user

0 $type={blogger}: