Native News

চাকরির খবর

চাকরি

Wednesday, May 21, 2025

শ্রমিকদের পাওনা না দিলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা ড. সাখাওয়াত

SHARE

 


ঈদ সামনে রেখে শ্রমিকদের পাওনা আগামী ২৮ মে’র মধ্যে পরিশোধ না করলে, সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি জানান, যেসব মালিক আদালতের মামলায় অভিযুক্ত এবং পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছেন, তাদের গ্রেফতার করা হবে। এমনকি যারা দেশের বাইরে আছেন, তাদের বিরুদ্ধে রেড এলার্ট জারির নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ 

পাহাড় সমান ঋণ থেকে মুক্তির দোয়া ও আমল

উপদেষ্টা আরও বলেন, ‘মালিকদের বলছি—পাওনা শোধ করুন, না হলে জেলে যেতে হবে। বেতন না দিলে তারা ঢাকার বাইরেও যেতে পারবেন না।’

ইতোমধ্যে শ্রম আদালতে পাঁচজন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

একই বৈঠকে আসন্ন ঈদ উপলক্ষে নদীপথে যাত্রী পরিবহন নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা জানান, অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ এবং প্রতিটি নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।

আরও পড়ুনঃ 

>> দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৫.৪৪ বিলিয়ন ডলার

তিনি বলেন, ‘সরকার শ্রমিকের অধিকার এবং সাধারণ যাত্রীর নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না। আমরা সবাই মিলে একটি নিরাপদ ও আনন্দঘন ঈদ নিশ্চিত করতে চাই।’



SHARE

Author: verified_user

0 $type={blogger}: