Native News

চাকরির খবর

চাকরি

Wednesday, May 21, 2025

ফ্রিতে হজের আমন্ত্রণ জানাল সৌদি বাদশা

SHARE

 


রিয়াদ, ২১ মে ২০২৫:
ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ১ হাজার ফিলিস্তিনিকে এ বছর বিনা খরচে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সরাসরি তত্ত্বাবধানে এবং ব্যয়ে এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, শুধু নিহতদের পরিবার নয়—যেসব ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন, কিংবা যাদের স্বজন বন্দি রয়েছেন, তাদেরও এই আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ 

বাংলালিংক গ্রাহকদের কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ

ইসরায়েলি আগ্রাসনে পরিবার হারানো এক হাজার ফিলিস্তিনিকে এ বছর বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব।

এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

খবরটি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমস।

নিহতদের পরিবার ছাড়াও, যেসব ফিলিস্তিনির স্বজন আহত হয়েছেন বা বন্দি রয়েছেন, তারাও এই সুবিধার আওতায় পড়বেন।

যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত হজযাত্রীদের জন্য সকল সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবে সৌদি সরকার।

জানা গেছে, এই আয়োজন 'দুটি পবিত্র মসজিদের অতিথি' প্রকল্পের অংশ। প্রতি বছর এ প্রকল্পের অধীনে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের হজ ও ওমরাহর বিশেষ সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের টানা অভিযান চলতে থাকে।

আরও পড়ুনঃ 

শ্রমিকদের পাওনা না দিলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা ড. সাখাওয়াত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

বর্তমানে গাজায় খাদ্য, পানি ও ওষুধের মারাত্মক সংকট রয়েছে। এই প্রেক্ষাপটে সৌদি সরকারের এ মানবিক পদক্ষেপ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য এক বিশেষ বার্তা বহন করছে।

SHARE

Author: verified_user

0 $type={blogger}: