Native News

চাকরির খবর

চাকরি

Wednesday, May 21, 2025

পাকিস্তানকে সমর্থন করায় মুসলিম দেশের পণ্য বয়কট ভারতের

SHARE

 


কাশ্মীর হামলা ইস্যুতে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের বিভিন্ন মহলে শুরু হয়েছে তুর্কি পণ্যের বিরুদ্ধে বয়কট আন্দোলন। সোমবার (১৯ মে) পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম পর্যন্ত তুর্কি পণ্য বিক্রি বন্ধ করা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানানোর পর ভারতজুড়ে এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর ফেডারেশন (AICPDF) ঘোষণা দিয়েছে, তারা অনির্দিষ্টকালের জন্য তুর্কি উৎপত্তির সকল পণ্য বর্জন করবে।

আরও পড়ুনঃ 

গুগল থেকে আয় করার সেরা ৮টি উপায়

এই তালিকায় রয়েছে চকলেট, কফি, জ্যাম, প্রসাধনী, ওয়েফার ও ত্বকের যত্নের পণ্যসহ অন্যান্য ভোগ্যপণ্য। সংগঠনটির দাবি, তারা দেশের ১৩ মিলিয়নের বেশি মুদি দোকানে সরবরাহ কার্যক্রম পরিচালনা করে, ফলে বয়কটের প্রভাব হবে ব্যাপক।

ফ্যাশন খাতে প্রভাব আরও গভীর। ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম মিনত্রা, ফ্লিপকার্ট এবং রিলায়েন্সের মালিকানাধীন এজিও ইতোমধ্যেই তুর্কি পোশাক ব্র্যান্ড ট্রেন্ডিওল, এলসি ওয়াইকিকি ও মাভি-র পণ্য তালিকা থেকে সরিয়ে ফেলেছে। কিছু পণ্যের স্ট্যাটাস দেখানো হচ্ছে 'স্টক নেই'।

প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘জাতীয় স্বার্থে’ এবং দেশের সার্বভৌমত্বের প্রতি সংহতি জানাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তুরস্ক থেকে প্রতিবছর ভারত প্রায় ৮১ মিলিয়ন ডলারের পোশাক এবং ৬০ মিলিয়ন ডলারের আপেল আমদানি করে থাকে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুকভিন্দর সিং সুখু ইতিমধ্যে তুরস্ক থেকে আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

এছাড়া, ফ্লিপকার্ট জানিয়েছে, তারা এখন তুরস্কের জন্য ফ্লাইট, হোটেল ও হলিডে প্যাকেজ বুকিং স্থগিত রেখেছে। ‘জাতীয় স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ 

গুগল থেকে আয় করার সেরা ৮টি উপায়

তুর্কি গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম চেলেবি-এর নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করেছে ভারত সরকার। পাশাপাশি তুরস্কগামী অনেক পর্যটকও তাদের ভ্রমণ বাতিল করছেন।

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক উত্তেজনা যত দীর্ঘস্থায়ী হবে, ততই এই বয়কটের প্রভাব পড়বে দ্বিপাক্ষিক বাণিজ্যে।


SHARE

Author: verified_user

0 $type={blogger}: