চাকরির খবর

চাকরির খবর

Native News

Saturday, May 17, 2025

ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ

SHARE

 


দেশে ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের কাছে আরও সহজলভ্য করতে পদক্ষেপ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ইতোমধ্যে আইআইজি (International Internet Gateway) এবং এনটিটিএন (Nationwide Telecommunication Transmission Network) পর্যায়ে ইন্টারনেটের পাইকারি মূল্য কমানো হয়েছে। ফলে আগামী এক-দুই মাসের মধ্যেই গ্রাহক পর্যায়ে এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।

শনিবার রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি ও স্বাস্থ্য খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়ানোর আহ্বান

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে আমরা অগ্রগতি অর্জন করেছি, তবে কৃষি ও স্বাস্থ্য খাতে এখনও অনেক পিছিয়ে আছি। এই দুই গুরুত্বপূর্ণ খাতে ইন্টারনেটের কার্যকর ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।”

তিনি আরও যোগ করেন, “ইন্টারনেটকে জনসাধারণের জন্য ব্যবহারোপযোগী করে গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। এটি কেবল প্রযুক্তিগত বিষয় নয়, বরং একটি সামাজিক উন্নয়নের মাধ্যম।”

ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়ন

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া করেছে, যা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই উদ্যোগকে সরকারের একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি উদাহরণ দিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা চালানো হয়েছিল, আমরা তখন জানতে পারিনি। ইন্টারনেট চালু হওয়ার পরেই আমরা সেসব জানতে পেরেছি। তাই ইন্টারনেট কেবল প্রযুক্তি নয়, এটি একটি মৌলিক অধিকারও।”

তরুণদের উদ্ভাবনে সম্পৃক্ত করার তাগিদ

তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে আরও সহায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, “অনেক দেশি উদ্ভাবক পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে দেশ থেকে হারিয়ে যাচ্ছে। থ্রিজি, ফোরজি, এমনকি ফাইভজির ক্ষেত্রেও আমাদের অবদান প্রশ্নবিদ্ধ। প্রতিনিয়ত নতুন ইনোভেশনের খবর আসে, কিন্তু সেখানে আমাদের অংশগ্রহণ কম।”

সাইবার নিরাপত্তায় নারীদের জন্য আলাদা গুরুত্ব

সাইবার সুরক্ষা আইন পাস হলে নারীদের জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলো আরও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা দিতে আমরা এখনও সফল হইনি—এটি স্বীকার করতে দ্বিধা নেই। তাই তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।”

SHARE

Author: verified_user

0 $type={blogger}: