চাকরির খবর

চাকরির খবর

Native News

Saturday, May 17, 2025

নকল বিতর্কে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’

SHARE

 


ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। জনপ্রিয় সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল হওয়ায় দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে সেই উত্তেজনায় এখন মিশেছে বিতর্কের রঙ—‘হুবহু কপি’ বলে অভিযোগ উঠেছে সিনেমাটি নিয়ে।

অনেকেই বলছেন, আমিরের এই সিনেমাটি স্প্যানিশ সুপারহিট ‘Champions’-এর স্পষ্ট অনুকরণ। শুধু তাই নয়, রেডিট ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দুই সিনেমার ট্রেলার ফ্রেম-টু-ফ্রেম মিলিয়ে পোস্ট করে তুলনা তুলে ধরা হয়েছে। অভিযোগ, কাহিনি, দৃশ্য ও চরিত্রের গঠন সবকিছুতেই মিল পাওয়া গেছে। এমনকি কেউ লিখেছেন, “পারফেকশনিস্ট এখন পারফেক্ট কপিয়ারে পরিণত হয়েছেন!”

আরও পড়ুনঃ 

শাকিব খানের নতুন মুভি দেখতে ভিজিট করুন

‘চ্যাম্পিয়নস’ সিনেমার গল্প কী?

‘চ্যাম্পিয়নস’-এ দেখা যায়, এক বাস্কেটবল কোচ একদল বিশেষভাবে সক্ষম খেলোয়াড়কে কোচিং করাতে গিয়ে নিজেই বদলে যান। ‘সিতারে জামিন পার’-এর ট্রেলারে অনুরূপ প্লট পাওয়া গেছে, যা থেকেই শুরু হয়েছে কপি বিতর্ক।

ভক্তরা বলছেন ‘অফিসিয়াল রিমেক’

তবে আমির খানের ভক্তদের দাবি, ‘সিতারে জামিন পার’ একটি অফিসিয়াল রিমেক, এবং তা পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছিল। তাই একে ‘চুরি’ বলা অনুচিত। কেউ কেউ বলছেন, “রিমেক হোক বা না হোক, সিনেমাটি ভালো হলে সেটাই আসল বিষয়।”

আগেও উঠেছে চুরির অভিযোগ

এটাই প্রথম নয়। আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিজ’ নিয়েও আগে গল্প চুরির অভিযোগ উঠেছিল। তবে লেখক সেই অভিযোগ অস্বীকার করেন।

সিনেমার বিস্তারিত

পরিচালক আর এস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জামিন পার’-এ অভিনয় করেছেন ১০ জন নতুন মুখ। আমির খানের বিপরীতে রয়েছেন জেনেলিয়া ডি সুজা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

SHARE

Author: verified_user

0 $type={blogger}: