Native News

চাকরির খবর

চাকরি

Wednesday, January 1, 2025

সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি

SHARE




বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করল।  

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএসের আবেন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা হবে। এই প্রজ্ঞাপন গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। 

SHARE

Author: verified_user

0 $type={blogger}: