Native News

চাকরির খবর

চাকরি

Wednesday, May 7, 2025

ভারতের হামলার জবাবে 'দাঁতভাঙা প্রতিশোধ' নেওয়ার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী

SHARE

 


প্রতিবেদন:
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের সাম্প্রতিক হামলার জবাবে "প্রয়োজনীয় সকল সামরিক পদক্ষেপ" নেওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রধান ঘটনাবলী:

  • প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসসি জরুরি বৈঠকে পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে "সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন" হিসাবে অভিহিত করা হয়।


  • বৈঠকে ভারতের কর্মকাণ্ডকে "যুদ্ধোন্মাদনা" আখ্যা দিয়ে বলা হয়, এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় ভারতের।

  • আরও পড়ুনঃ 


    আমি প্রতিদিন $35 ইনকাম করি CPA Marketing দিয়ে | সঠিক উপায় জানুন


গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

  • জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অধিকার ব্যবহার করে পাকিস্তান সশস্ত্র বাহিনীকে "প্রতিশোধমূলক ব্যবস্থা" নেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।


  • বৈঠকে অভিযোগ করা হয়, ভারত ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনা (মসজিদ ও আবাসিক এলাকা) লক্ষ্য করেছে, যাতে নারী ও শিশুসহ নিরীহ নাগরিক হতাহত হয়েছে।


আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান:

পাকিস্তান বৈশ্বিক সম্প্রদায়কে ভারতকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। এনএসসি সতর্ক করে দিয়েছে, "অঞ্চলের শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে ভারতকে তার আগ্রাসী নীতি পরিহার করতে হবে।"

প্রাসঙ্গিক তথ্য:
গত ২৪ ঘণ্টায় সীমান্তে উত্তেজনা তীব্র হওয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক চরম সংকটে পৌঁছেছে। আন্তর্জাতিক মহল এই সংঘাত প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

SHARE

Author: verified_user

0 $type={blogger}: