আবারও সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার উৎক্ষেপণ করা এই ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ১২০ কিলোমিটার। সোমবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনার মধ্যে দুদিন আগে প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আজ দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাসদস্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা। এছাড়া, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ব্যবস্থা ও নির্ভুলভাবে লক্ষ্যস্থলে আঘাতের প্রযুক্তিগত পরিমিতি যাচাই করাও ছিল এর উদ্দেশ্য।
দিল্লি গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করার পর থেকে দুই পরমাণু অস্ত্রধারী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নতুন করে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তেজনায় নতুন মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।
এর আগে শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ৪৫০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে, এই দুটি পরীক্ষা ঠিক কোথায় চালানো হয়েছে তা উল্লেখ করেনি দেশটির সামরিক বাহিনী।
Source: AmarDesh
0 $type={blogger}: