নতুন বছরের গর্জনটা কেমন হতে পারে বাংলাদেশের?
নতুন বছর মানেই নতুন আশার আলো। কিন্তু এই আলোকে বাস্তবে রূপ দিতে হলে দরকার মনের সংস্কার। ২০২৩ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান আর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে একটি নতুন রূপ—"বাংলাদেশ টু পয়েন্ট ও।" আন্তর্জাতিকভাবে স্বীকৃতির ছাপ হিসেবে যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন ইকোনোমিস্ট বাংলাদেশকে ঘোষণা করেছে ‘কান্ট্রি অব দ্যা ইয়ার’।
নতুন বছরের চ্যালেঞ্জ ও প্রত্যাশা
এত অর্জনের মধ্যেও দেশবাসীর মনে কিছু জিজ্ঞাসা থেকেই যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার অপ্রতুল অবকাঠামো, এবং চিকিৎসা সেবার সীমাবদ্ধতা কীভাবে কাটিয়ে উঠবে বাংলাদেশ? নতুন বছরের সূর্য উদিত হলেও মানুষের মনের অন্ধকার কেটেছে কি?
মনের সংস্কারের প্রয়োজন
সাধারণ মানুষ বিশ্বাস করে, রাজনৈতিক নেতাদের আন্তরিকতা থাকলে দেশের নব্বই ভাগ সমস্যার সমাধান সম্ভব। তাই সবচেয়ে জরুরি মনের সংস্কার। অরাজকতার সংস্কৃতিকে পরিবর্তন করলে দেশের সম্ভাবনাগুলো আলোকিত হবে।
নতুন বছরের শপথ
মানুষের আত্মা যখন পরিশুদ্ধ হবে, তখনই কুয়াশার চাদর সরিয়ে ঝকঝকে রৌদ্রস্নাত দিন শুরু হবে। নতুন বছরের বার্তায় শপথ হোক—মনের সংস্কারই এগিয়ে নেবে বাংলাদেশকে।
এই নতুন বছরে দেশের সকল উন্নয়ন ও সম্ভাবনার খবর পেতে আমাদের সাইটে ভিজিট করুন।
0 $type={blogger}: