📢 বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ-বিদেশের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান নতুন বছরে সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানের এই বাণী প্রকাশিত হয়। 📄
নতুন বছরে নতুন বার্তা
✨ তারেক রহমান তার বাণীতে বলেন, “পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি ও হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এসেছে। খ্রিষ্টীয় নববর্ষ আমাদেরকে সামগ্রিক রূপান্তরের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করার প্রেরণা যোগায়। আসুন, রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হই। আমরা এমন একটি জাতি গঠন করতে চাই যেখানে প্রত্যেক নাগরিকের কণ্ঠ স্বাধীন থাকবে।” 🌟
অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা
📚 তিনি আরও বলেন, “গত বছরের তিক্ত অভিজ্ঞতা, ছাত্র-জনতার আত্মদান এবং অধিকার হারানোর যন্ত্রণা আমাদের বেদনার্ত করলেও নতুন উদ্যোমে শান্তি, সম্প্রীতি এবং বহুদলীয় গণতন্ত্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনায় উদ্বুদ্ধ করেছে।” 🔗
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা
🗳️ তারেক রহমান বলেন, “আমাদের অঙ্গীকার হবে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং অর্থনীতির পুনরুদ্ধারে কাজ করার মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে হবে।”
তিনি গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণবিরোধী শক্তি এতদিন জনগণের অধিকার বন্দি করে রেখেছিল। তাই এখন সময় এসেছে সব গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার।” 🌍
নতুন বছরে নতুন আশা
🌈 তারেক রহমান তার বাণীতে আরও বলেন, “নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্পন্দন এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। আসুন, অমিত সম্ভাবনার পথে বাংলাদেশকে এগিয়ে নিই। চিরতরে দূর হোক অন্যায়, উৎপীড়ন এবং নির্যাতন।” 🎉
0 $type={blogger}: